মনের বিষাদ ভূলে,
চাষাবাদ জীবনের ক্ষেতে
উৎপাদন যৎকিঞ্চিৎ, পৃথিবীর দুঃখ উঠে তাতে।
বীজ বুনে উঠে না শস্য,
ক্লান্ত সময় হাসে
লাঙ্গলের ফলায় রক্ত উঠে, কেউ থাকে না পাশে।
তারার আলোতে হাতের কাস্তে,
ঝিকমিক করে আলো
ঘুমন্ত পৃথিবীর বুকে হাসে ক্ষুধা, হাত দুটো তার কালো।
দুচোখে ঘুম আকাশের চুম,
স্বপ্নরা ঋণ চুকায়
দিনের আলোতে চাঁদের আলো, নতুন শতাব্দী লুকায়।
ঘুমেই শান্তি ঘুমেই আকাঙ্খা,
অশান্ত কোলাহল
ক্লান্ত পৃথিবীতে জন্মেছে ব্যথা, সাথে নিয়ে হলাহল।।