সকল দিবস নারীর ই দিবস
তবে, আলাদা তকমা কেন?
দেহের 'নাড়ী 'নারীর ছোঁয়ায়
মানবজীবন ধন্য।।


জননী,জায়া,ভগ্নি, কন্যা
সকল রূপেই তুমি অনন্যা
শত সহস্র সৃষ্টি কণা তোমাতেই সমাহিত
হাজারো রূপে এই ধরাতলে তুমি হও বিকশিত।।


পূর্ব পুরুষ খোঁজে সবাই
পূর্ব নারী খোঁজে না
দুয়ে মিলেই উত্তর পুরুষ
সে কথা বুঝেও বোঝে না।।


যারা বাঁধিয়াছে সুখের আলয়
               পৃথিবীর বুকে ঘর
আজও তারা খুঁজে ফিরে
      নিজের অধিকারের শিকড়।।


তোমার সৃষ্টিতে জগৎ সৃষ্টি
         তুমি চালিকা শক্তি
তুমি আদ্যা তুমি অনন্ত
    তোমাতেই লয় আর স্থিতি।।