'নীরবতা' কথা বলে  ' নীরবতার 'সাথে।
ঐ দূরে দাঁড়ানো গাছটা যার নিজস্ব কোন ভাষা নেই
                         ও কথা বলে নীরবতার সাথে।
দূরের কাঞ্চনজঙ্গা নীরবতায় কান খাড়া করে শোনে
                       ভেসে যাওয়া মেঘের আলাপন।
নীরবতার মাঝেই ফুল গুলো  কথা বলে পাতার
                                                   সাথে।
পলাশ আর শিমুল হাতে হাত রেখে ঘুমোয়
                                             নিরালাতে।
নীরবতায় ভাষা খোঁজে অব‍্যক্ত শিশিরের কান্না আর
দিঘির জলে ফুটে থাকা পদ্মের না বলা কথা।
নীরবতা শুনতে পায় প্রেমের নির্লিপ্ত ভাষা।
নীরবতার মাঝেই  আছে বিশ্বময় নিজেকে বিলিয়ে
দেওয়ার অনুজ্ঞা।
এই নীরবতায় সেকেন্ড,মিনিট,ঘন্টা ধরে গোটা একটা মানুষ হারিয়ে যায় নিঃশব্দে একাকী...