অতীত থেকে ফিরে, শূন্যতার গভীরে
বাক্যের মাঝে আশ্রয় খুঁজে
ধীরে ধীরে মুছে যায় কাহিনী টুকু।
লক্ষ্ণীর ঝাঁপির আধুলি, সিকি
এখন অচলায়তনে।
সোঁদা মাটিতে খালি পায়ের ছাপ
এখন আর পরে না।
মন দিয়ে পেছন ফিরে দেখি
কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে,
অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎ।
মন থেকে হঠাৎ চাই...
আজ খুব মেঘ করুক।
বৃষ্টির তোড়ে ভেসে যাক,
সব কালের জঞ্জাল।
হাত পেতে ধরতে চাই ...
বৃষ্টির ফোঁটায় লেগে থাকা
অনেক ভুলের মাঝে একটি ঠিক
"বেঁচে আছি"।
নিরুদ্দেশের নাম আঁকড়ে
অনিশ্চিত সময়ের হাত ধরে,
চুপচাপ উঠোনে বসে থাকা
ঘনিষ্ঠ সন্তোষে আঁকা থাকে নিশ্চিত সন্ন্যাস।
ফিরে যেতে যেতে হাত দু'খানি একবার দেখে নেই,
লুকিয়ে রাখিনি কিছুই...
হঠাৎ করে ছুটে আসে আধুলি, সিকি, পাঁচ পয়সা
আরও অনেক অচল পয়সা,
চিৎকার করে বলে, " ফাঁকা হাতে কোথায় চলেছ? "
আমরাও সন্ন্যাস  নিতে চাই....
"নিশ্চিত সন্ন্যাস"।।