নিশীথ এর গান শুনে শুনে
বিক্ষিপ্ত হৃদয়ের প্রলাপ নাকি প্রলোভোন।
নক্ষত্রের চৌকাঠ ছুঁয়েছে ফিরে আসা সময়
হারিয়ে যাওয়া হাতের মুঠোয় আগামীর প্রতিচ্ছবি।
মানুষের পাশ থেকে হেঁটে চলে যায়
অন্য কোন ছায়া মানুষ, নির্লিপ্ত একাকী।
কানে কানে বলে যায়---
নিরীহ কবিতার বর্মে তুমি সুরক্ষিত নও।
তোমার চোখের তারা, আর মুখের গহবরে
আগামীর সংলাপ ।
খোলা জানলা জুড়ে মাকড়সার জালে
আষ্টেপৃষ্ঠে বাঁধা ক্যাকটাস, তার মাঝে
ছোট ছোট বেগুনি ফুলের বেঁচে থাকার
অদম্য লড়াই।
মনুষ্যত্বহীন কাঁটাতারের মাঝে
মানুষের ভালোবাসার শিকড়ে
শেষ পর্যন্ত হেঁটে পৌঁছনোর দীর্ঘশ্বাস।
এ কি নবজাগরণ ?
না শুধুমাত্র নির্বাসিত সময়ের আস্ফালন!