==============
আবীর রাঙা ভোর
খোল খোল দোর।


চেয়ার পাওয়ার সুখে
কার রং কার মুখে।


গেরুয়া,লাল, সবুজ
সব রং ই অবুঝ।


রং বদলের খেলা
নানা রঙের মেলা।


রঙের দোষ, নাতো
যে যার মত ,খা তো।


স্বাধীনতার রং ফিকে
রং বাজ দিকে দিকে।


মাটির রং কি?
জেনে হবে কি?


মাটি বেঁচে সোনা
তাই আছে জানা।


দেশ নিয়ে মশকরা
দিতে দিতে আশকারা।


গুরু চেলার রঙে
ফানুস উড়ছে ঢঙে।


ভোট নামক রঙ্গ
সব রঙের ব্যঙ্গ।


পরাজিত "গণতন্ত্র"
বিজয়ী "রং তন্ত্র"।
==========