পেতে গেলে
দিতে হয়
"জীবন কিন্তু সহজ নয়। "

নিতে গেলে
ছুঁতে হয়
"পাবে কিনা নয় নিশ্চয়"

বলতে গেলে
শুনতে হয়
"বলা কওয়া সুখের নয়"

রাখতে গেলে
ছাড়তে হয়
"ছাড়তে ছাড়তে জীবন ক্ষয়"

ভালোবাসার মানবজমিন
ভালো 'বাসা' খোঁজে
বিকিকিনির পসরা নিয়ে
নিজের সাথেই যুঝে।