ভালবাসা কবিতা হলে জীবন উপন্যাস
ব্যথাগুলো অক্ষর হলে কবির সন্ন্যাস।
আসলে সম্পর্ক মানে নিঃশ্চুপ দুপুর
দু রকম ফ্রেমে বাঁধা অন্য কোন সুর।
শিরোনাম গড়িয়ে যায় ক্রমশঃ একাকী
বদলে যায় সিগন্যালের রং দূর থেকে দেখি।
নাটকের চরিত্রের মাঝে নিভৃত জন্মান্তর
পদ্ম পাতায় ভেসে থাকে জীবনের রূপান্তর।
প্রবৃত্তি আর নিবৃত্তির অবিচ্ছিন্ন ধাঁধা
উত্তর জন্ম আয়ুষ্কাল সেই সুরে বাঁধা।
উন্মাদনার ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্যের কোলাজ
দাঁড়িয়ে খোঁজে বিবর্তন নিভৃতে বারোমাস।
প্রতিদিন তরঙ্গ রেখা গন্তব্যের অভিমুখে
কুটিল তটস্থ চোখ জ্বলছে কত না সুখে।
তরলে ভাসছে একান্তে অস্তিত্ত্বের জড়ি বুটি
নিস্তেজ কলাকোষে শুধু নৈঃশব্দের ছুটাছুটি।।