স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই থাকুক
স্বপ্ন গুলো স্বপ্ন নিয়েই বাঁচুক।
জীবন সেতো পদ্ম পাতার জল
তারই মাঝে আশার হলাহল।
স্বপ্ন জানি হবে না তো পর
নাইবা হোল সুখের বাসর ঘর।
স্বপ্ন গুলো থাক না ওদের মতন
নীল চিঠিতে ওদের দিন যাপন।
হঠাৎ ওরা মুখ খুলেছে আজ
ফুরিয়েছে ওদের সকল কাজ।
মুক্তি চায় ওরা ওদের মতন
মেঘের কোলে, খেলবে নিজের মতন।
স্মৃতি গুলো হঠাৎ উঠল ডেকে
কপাল জুড়ে,আবির কেন মেখে?
সিঁদুর মেখে সিঁদুর হতে চাই
এবার তবে আমরাও বাড়ি যাই।
সবাই গেল যে যার নিজের পথে
একটা দুটো ব্যথা নিয়ে বুকে।
আমি দাঁড়িয়ে রইলাম হাসিমুখে
সব পেয়েছির কষ্ট নিয়ে সুখে।।