অনেক দিন যাবৎ পৃথিবীর বুকে
সরল রেখা খুঁজে যাচ্ছি,
যা এখনও পাওয়া হলো না।


অসম্পূর্ণতার কেন্দ্র বিন্দু থেকে
মস্তিষ্কের কেন্দ্র বিন্দু পর্যন্ত
সমস্ত কিছুই বক্র রেখা দিয়ে ঘেরা।


মানব শরীরের কোন অংশ ই
সোজা সরল নয়
বোধহয় সৃষ্টির দৃষ্টি ভঙ্গিতে সরলরেখার স্থান নেই।


তাইতো পৃথিবী নিজেও গোলাকার।
নদীর গতি পথ বক্র, পাহাড় এবড়োখেবড়ো,
প্রানীর লেজ, হরিনের শিং, পাতা বা ফুলের গঠন
কোথাও কোন সরলরেখার স্হান নেই।


বৃত্তাকার বা উপবৃত্তাকার এর সংমিশ্রণেই এই
জগৎ সৃষ্টি।


আমরা কেউ সোজা নই।
পৃথিবীর মতো আমরাও ঘুরে যাচ্ছি নিজেদের কক্ষপথে সৃষ্টির আদিকাল থেকে বক্রপথে।


পৃথিবীর সমস্ত সরলরেখা গুলো
কাগজের পাতাতেই সীমাবদ্ধ
সমস্ত সরলতা সাথে নিয়ে।