আমার একটা "তুই" ছিল
জীবন স্রোতে পথের বাঁকে
হঠাৎ কখন হারিয়ে গেল।


আমার 'তুই' বড্ড ভালো
ঝলকে পড়ে চোখের জল
আমার 'তুই' ঝর্ণা হতো
বাজতো যখন পায়ের মল।


আমার 'তুই' এর চোখের তারায়
লক্ষকোটি জোনাক হাসে
আমার 'তুই' হাসলে পরে
ভালোবাসা বসত পাশে।


কোথায় 'তুই' হারিয়ে গেলি
তুই যে আমার আকাশ মাটি
এলোমেলো ঝাপটা চুলে
ব্যতিক্রমী পরিপাটি।


আমায় কি তোর পড়বে মনে
ফাগুন রাতে চাঁদের সাথে
আমায় কি তোর পড়বে মনে
শিশির ভেজা মিষ্টি প্রাতে।


তুই,আমায় মনে করিস
সুখে না হোক দুঃখের সাথে
কান্না হয়ে ওষ্ঠ ছুঁয়ে
দু' গাল বেয়ে ঝরবো বুকে।


শক্ত করে হাত ধরেছি
মনের পথে ছাড়বো না আর
এমনি করে ছিন্ন বীণায়
জুড়বো আবার নতুন তার।।