ঠান্ডা ঘরে ধূসর পকেটে জীবন
নিয়ন্ত্রিত নির্লিপ্ত দাবানল
এক মুঠো বৃষ্টি  ঝরে পড়ে নীরবে
মুখ ও মুখোশের অবিরত সাতকাহন।


আহত আকাশ মেঘের বুকে লুকায়
ফ্ল্যাশ ব্যাকে হতাশার সন্ত্রাস
টুকরো টুকরো ঢেউ গুলো একাকী
মোহনায় এসে নিজের ঋণ চুকায়।


কান্না ভেজা মন্দ কিংবা ভালো
উসকে দেয় অতীতের সংলাপ
বসন্ত এখনও লিখেনি উপসংহার
পথ হারা তাই ইতিহাসের সব আলো।


স্বপ্ন জালে সুখ পাখি চুপিসারে
খুঁজে ফিরে প্রত্যাশার কোলাজ
আ্যসিড ছোঁড়া সময়ের কানে কানে
কে যেন বলে তুমি কার কে তোমার।।