মাগো তোমায় -
কেমন করে বোঝাই !
আমি সকাল সাঁঝে-
সকল কাজের মাঝে ,
আমি যে তোমায় -
খুঁজে পাই।


ঐ শীতের সকাল বেলায় -
যখন মিঠে রোদ্দুর লাগে গায় ,
তখন যেন মাগো ,
তোমার ঐ হাতের উষ্ণ পরশে,
মনের সকল জমাট বরফ-
যেন গলে জল হয়ে যায় -
এক নিমেষে।


গ্রীষ্মের প্রখর তাপে,
ঐ বটবৃক্ষের ছাঁয়ায়,
স্নিগ্ধ শীতল হাওয়ায়,
যখন আমার সকল ক্লান্তি দূর হয় -
তখন যেন আমি মাগো,
তোমার হাতের শীতল ছোঁয়া পাই।


পুকুর ঘাটের বকুল তলায় ,
বিকেল বেলায়- যখন বকুল ঝরে ,
তখন যেন আমি মাগো,
ঐ বকুলের গন্ধ সুধায়-
তোমার গায়ের গন্ধ পাই।


তুমি আছো মাগো -
আমার ভুবন জুড়ে -
আমার সকল  ভাবনায় ,
চেতনায়।
আমার সকল কাজে -
সব সময়।
কেমন করে বোঝাই মাগো !
কেমন করে বোঝাই তোমায়!