আমি এক গভীর খাঁদের  পাশে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছি আর অনুভব করছি-
মহাকালের নিশ্ছিদ্র গভীর অন্ধকার।
যেন এক কৃষ্ণ- গহ্বর
আমি এক নিষ্ঠুর নিয়তির কাছাকাছি দাঁড়িয়ে-
যেখানে কেবলই অন্ধকার।
না, আমি বেঁচে আছি!


এটা এক সন্ধিক্ষণ,
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে-
আমি বুঝতে পারছি না,
বাতাস আছে কি নেই?


আমি কি এখনও বেঁচে আছি?
মাঝে মাঝেই আমি অনুভব করবার চেষ্টা করছি,
আমার নাড়ির গতি চলছে তো!
আমার শ্বাস বইছে তো!
আমার হৃদয়ের স্পন্দন অনুভব করতে পারছি তো!