একটি বিশেষ দিন কেন হয় বন্ধু দিবস?
বন্ধু মানে তো-
এই নয়, যে একটি দিনেই হবে শুধু বন্ধুত্ব!


বন্ধু মানে-
যাকে অকপটে সব সময়-
মনের সব না বলা কথা যায় বলা,
ভালো-মন্দে একসাথে পথ চলা।


বন্ধু মানে-
শরতের নির্মল আকাশ,
বসন্তের দখিনা বাতাস।


বন্ধু মানে-
বন্ধ ঘরের খোলা জানলায়-
ঘর আলোকিত করা-
ভোরের জবাকুসুম দিবাকরম্।


বন্ধু মানে-
গ্রীষ্মের প্রখর দাবদহে-
মহীরুহের স্নিগ্ধ- শীতল ছায়ায়-
পরম শান্তির একটু আশ্রয়।


বন্ধু মানে-
ধূসর মরুবালুকায় অঝোর ঝরে বৃষ্টি,
আজন্মকাল পাশে থাকার প্রতিশ্রুতি ।


বন্ধু মানে-
অন্ধকারে হাত ধরে পৌঁছে দেওয়া-
আলোর ঠি কানায়,
স্নেহের পরশ বুলিয়ে দেওয়া -
অসীম যন্ত্রণায়।


বন্ধু মানে-
ধরিয়ে দেওয়া আছে যে সব ত্রুটি,
পাশে থেকে শুধরে দেওয়া সকল বিচ্যুতি।


বন্ধু মানে-
একটি বাড়িয়ে দেওয়া দৃঢ় সবল হাত,
যেখানে থাকবেনা কোনো স্বার্থের সংঘাত।


বন্ধু মানে শাসন , নয় তোষন।
নিঃস্বার্থ ভালবাসার বন্ধন।
নয়, ছিদ্রান্বেষণ।


তাই প্রতিটি দিনই হোক-
বন্ধু দিবস।
প্রতিটি দিনেই আসুক-
বন্ধুত্বের উচ্ছ্বাস!