রাতের আঁধার শেষে
ভোরের সোনালি আলোয়
সূর্য ওঠে হেসে।


ছোট্টো পানসি তরী নিয়ে
মাঝিরা যায় মাঝ দরিয়ায় ভেসে।
নতুন দিনের খোঁজে।


ভোরের বলাকারা যায় উড়ে
সোনালি ডানায় ভর করে
ঐ দৃর সমুদ্দুরের ওপারে।
সুপ্রভাতের বার্তা নিয়ে
পৌঁছে দেয় প্রিয়তমাকে।


বলে যেন
তুমি দেখো চোখ মেলে
তোমারই জন্য
আজ এই সূর্য আলো দেয়
বনে বনে পাখিরা গান গায়।
আকাশেতে পূর্ণিমার চাঁদ ওঠে।
গাছে গাছে ফুল ফোটে।


বলে যেন -
তুমি দেখো ,
ঐ যে নদী -
সেও কিন্তু দিনের শেষে -
মোহনায় গিয়ে মেশে ।
সাগর'কে ভালোবেসে।