আমি ভালোবাসি,
নিস্তব্ধতা- তোমায় আজি।
ঘন- জঙ্গলের আলো-আঁধারির নিস্তব্ধতা।
আর, ছায়া-শীতল স্নিগ্ধতা।


আমি ভালোবাসি ,
সাগরের ঐ নীলে -
আর গোধূলির লালে মিলে ,
বলাকার শুভ্র ডানায় -
দিন শেষে, কি অপূর্ব রং ছড়ায়।


আমি ভালোবাসি ,
ব'সে একাকী -
ভোর থেকে সন্ধ্যায় ,
সূর্যের নানা বর্ণ-ছটায় ,
আকাশের ঐ ক্যানভাসে -
শিল্পীর তুলিতে -
আঁকা নিপুণ ছবি।


নিস্তব্ধতা, তোমায় আমি ভালোবাসি ।
এই নিস্তব্ধতায়- আমি তোমাকে খুঁজি ।
এই নিস্তব্ধতায়- আমার আমি'কে খুঁজি ।
নিস্তব্ধতা, তোমার মধ্যেই আমি বাঁচি।