পদবীর গরিমা -
আমার একদম বোধগম্য হয় না।
বর্ন, নাম, পদবী -
এসব তো আমাদেরই সৃষ্টি !
পদবীতেই তখন হতো কর্মের পরিচিতি।
আজ তাই মনে হয় পদবী-
কেবলই , নামের শ্রী বৃদ্ধি।


তাই প্রশ্ন জাগে মনে -
কর্মেই তো নামের প্রকৃত পরিব্যাপ্তি !
যদি সৃষ্টির আদিতে -
কর্মই হ’তো পদবীর পরিচিতি ।
তবে আজ এই একবিংশ শতাব্দীতে ,
কর্মের পরিচয় কেন থাকবেনা -
নামের পদবীতে !