২০২২ সালের ২১শে জানুয়ারি সকাল ৭টায়,
বাপী, তুমি দিলে পাড়ি-
তোমার ঐ সব পেয়েছির দেশের ঠিকানায়।


ঐ কর্তার ডাক পেতেই চলল রাজা আমাদের-
রইল পড়ে তাঁর সকল রাজ্যপাট।
এতই তখন ব্যস্ত, যে তুমি পেলেনা একটু অবসর-
দু'দণ্ড দাঁড়িয়ে দুটো কথা বলার।


যে সংসারের অমোঘ টানে-
কোনোদিন তুমি নাওনি একটু বিশ্রাম।
আজ কেমন অবলীলায় সেই টান ছিন্ন করে,
কাউকে কিছু না বলে চলে গেলে তুমি-
অনন্ত বিশ্রামে।
আমাদের মাথার উপর থেকে এক লহমায়-
বাপী মহীরুহের ছায়া তুমি নিলে সরিয়ে !


আজ তোমার কথা ভাবতে বসে -
আমি যে তলিয়ে যেতে বসেছি স্মৃতির অতলে।


কেবলই আমার পড়ছে মনে -


বাপী মানে-
একজন স্নেহপ্রবণ পিতা।
একজন সংবেদনশীল, স্ত্রীপরায়ন স্বামী।


বাপী মানে-


নারীর অধিকার, স্ত্রী মর্যাদার এক মূর্ত প্রতীক।
আজ একবিংশ শতাব্দীতেও মেয়েরা সম কাজে সম মর্যাদা থেকে বঞ্চিত।
সংসারে আজও তারা উপেক্ষিত।
কিন্তু তুমি, ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতো,
আমাদের মা'কে দেবীর আসনে বসিয়ে-
সংসারে নারীর সম্মান, মর্যাদাকে করেছো প্রতিষ্ঠিত।
নারীর অধিকারকে রেখেছো সুরক্ষিত।


বাপী মানে-
একজন ঋজু, বলিষ্ঠ,
আপোষহীন, কর্তব্যনিষ্ঠ,
দৃঢ়চেতা, সংযমী,
সৎ, ন্যায়নিষ্ঠ,
একজন শিক্ষক।
যাঁর সামনে দাঁড়ালে -
শ্রদ্ধার ভারে মাথা নত হয়ে যায় তাঁর পদতলে।


বাপী মানে-
পরার্থে নিবেদিত একটি প্রাণ।
নীলকণ্ঠ হয়ে যে সংসার মন্থন জাত হলাহল করেছে পান।
সকলের মুশকিল আসান।


বাপী মানে-
একজন সংবেদনশীল মানুষ।
যে কিনা সারাটাজীবন দিয়েছে বিলিয়ে,
আমাদের সকলের জন্য।
চায়নি কিছু কারোর কাছে তার বিনিময়ে।


বাপী মানে-
আমাদের সকলের-
রাগ,ক্ষোভ, অভিমান, অভিযোগ,
উগরে দেওয়ার এক প্রশস্ত পরিসর।


আজ কোথায় হারিয়ে গেলে বাপী?
আজ বাগানটা পড়ে আছে , কিন্তু মালী নেই।
সাম্রাজ্য পড়ে আছে, কিন্তু সম্রাট নেই।
তোমার সাজানো বাগান তুমি কার হাতে দিয়ে গেলে বাপী?
তোমার সাম্রাজ্যের গুরুভার তুমি কার কাঁধে তুলে দিলে?
তোমার হাতে যে গাছ তুমি লাগিয়েছিলে-
আজ কে তাদের পরিচর্যা করবে?
কার কাছে গিয়ে ওরা ওদের কষ্টের কথা বলবে?
ওদের অভাব, অনুযোগ করবে?
ওদের রাগ, দুঃখ, ক্ষোভ উগরে দিয়ে
ওরা একটু ভারমুক্ত হবে?


তোমার স্নেহধন্যা
তোমার মামণি


বাপী স্মরণে


আমার সকল বন্ধু ও সমব্যথী যারা
সকলের সমবেদনা, সহমর্মিতায় আমি আপ্লুত।
একে একে বরাভয়ের দীপ গুলি হচ্ছে নির্বাপিত।
বাপী ছিলেন একজন গণদেবতার পুজারি
মন্দির, মসজিদ নয়, মানুষের হৃদয়েই পাতা আছে দেবতার আসন।
এটাই ছিল বাপীর জীবন দর্শন।
সেই গণদেবতার আশীর্বাদে ও তোমাদের সকলের শুভ কামনায় বাপীর আত্মার অমৃতলোক যাত্রা নিশ্চই শান্তিময় হবে 🙏🙏