তোমার জন্য অনেক ভেবেছি -
থেকেছি অনেক-অনেক প্রতীক্ষায় -
তুমি আসবে বলে !


তুমি আসবে বলে-
গেঁথেছি আমি বিনি সুতোর মালা,
পরেছি তোমার পছন্দের লাল ঢাকাই জামদানি,
কপালে পরেছি বড়-লাল টিপ।
আমি খোঁপায় জড়িয়েছি জুঁই ফুলের মালা,
তোমার পছন্দের বেল রজনীগন্ধায় -
আমি সাজিয়িছি ঘর তোমার জন্য।
ফুলদানির শুকনো ফুলগুলো ফেলে দিয়ে -
তাতে রেখেছি একগুচ্ছ পাতা সমেত -
বাগানের সদ্য ফোটা লাল গোলাপ।


এভাবেই আমি থেকেছি অপেক্ষায় -
কতো যে রাত তোমার জন্য!
তুমি আসবে বলে !


তুমি আসবে বলে -
কত সোনালি স্বপ্নের জাল বুনেছি আমি সারা রাত !
বুনেছি কত ভালোবাসার সুতোয় রঙিন নকশীকাঁথা !
এভাবেই আমার কেটেছে কত যে বিনিদ্র রাত !
তোমার অপেক্ষায় !
তুমি আসবে বলে !


এভাবেই থেকে থেকে তোমার অপেক্ষায় -
রাতের মায়াবী অন্ধকারের ঐ স্বপ্নেরা,
একটু- একটু করে গেল হারিয়ে,
ভোরের সোনালি আলোয়।
সাজানো ঘরের বেল রজনীগন্ধা সব গেল শুকিয়ে!
ফুলদানিতে রাখা লাল গোলাপের পাপড়িগুলো -
সব শুকিয়ে পড়ল খসে !
খোঁপায় জড়ানো জুঁই ফুলের মালা -
বাসি ফুলের মালা হয়ে পড়ল ঝরে!
তুমি আসবে বলে !
তুমি আসবে বলে !