সকল আশা ছেড়ে দিয়ে আমি,
বসে আছি আজি -
মন নাই মোর কিছুতেই।
কখন কি যে ভাবি,
পড়ে থাকে সবই -
মনের গোপন কুঠিতেই।


যদি কভু কেহ যায় মোরে ত্যাগি,
যেতে দিই তারে তখুনি।
মনের সকল আকুলি বিকুলি মনেতেই রাখি।
ধাই নে কাহারও পিছুতেই ,
রাখি আমি সকলই -
মনের গোপন কুঠিতেই।


পাহাড় চুড়ায় যদি না পারি উঠিতে,
পড়ে থাকি পদতলে সুখেতেই।
সকল আশা ছেড়ে দিয়ে আমি,
বসে আছি আজি -
মন নাই মোর কিছুতেই।


যখন যা পাই সুখে নিয়ে তাই,
কাড়াকাড়ি কভু করিনে।
মনের সকল আবেগ যা কিছু-
রয়েছে মনের অতলে।
কখনও তাদের দেইনেকো দোলা,
পাছে শান্তি যায় মোর রসাতলে।
সকল আশা ছেড়ে দিয়ে তাই,
বসে আছি আজি -
মন নাই মোর কিছুতেই।
মোর কিছুতেই।