সময়ের অপেক্ষা


কাছে আসার জন্য  দূরে যেতে হয়
মনে রাখার জন্য ভুলে যেতে হয়
টুকরো টুকরো হয়ে হারিয়ে যাচ্ছে
চেনামুখ আত্মীয় বন্ধু পরিজন
আমিও ক্রমাগত বিভাজিত হচ্ছি
একটু একটু করে হারিয়ে যাচ্ছি
আলো আঁধারে নিজেকে হাতড়ে যাচ্ছি
যারা ঘিরে আছে ভালোবেসে
আমাকে আগলে রেখেছে
টুকরো  টুকরো বিভাজিত অস্তিত্ব
ভালোবাসার মোম দিয়ে জুড়ে দিচ্ছে
সম্বল সেই ভালোবাসা টুকুই
অন্তঃসত্বা খুঁজে পাই
সম্পর্কের গভীরে, স্মৃতির পরশ পাথর
মায়া জালে জড়িয়ে আছে অন্তর
ফুরিয়ে যাওয়ার সময় জানা নেই
পন্চতত্বে মিলিত হওয়ার দিনক্ষণ
আগে থেকে জানা খুব  কঠিন
মনে হয় সারাক্ষণ
অযাচিত অবধারিত নিস্কক্রমনের
আগে, স্বপ্নের পথে হাঁটব একবার
ডাঙি পাহাড়, পলাশের ঝাড়
আঁকা বাঁকা রাস্তায় নির্জন
ঝীঝী পোকার একটানা ঐকতান
ভেসে আসা কোকিলের গান
শেষ বসন্তের  উষ্নান
পলাশের রঙ সারা গায়ে
বৃষ্টির ঝিরি ঝিরি জলে নেয়ে,
শুস্নাত, পলাশের পাপড়ি সারা গায়ে,
লাল মোরামের আঁকাবাঁকা ফাটলে
কচি সবুজ ঘাসের ওপর দিয়ে
একরাশ ভালোবাসা সারা গায়ে
নগ্ন পায়ে...শুভ্র বস্ত্রে…একা...একদম একাই ...
ভুলে যেতে চাই ...দুরে.. আরও দুরে..
হাসিমুখে চলে যেতে চাই


রাধা মাধব মুখোপাধ্যায়