নির্জন অরণ্য মাঝে আমি একা
খুঁজি পথ নিরন্তর, দিনভর, রাতভর,
পাই না পথের দিশা।
বিস্তর গহীন অরণ্যে থমকে গেছি আমি
নির্বাক শজারুর মত,
আমি পথহীন, ফাঁদে আটকে পড়া ডাহুক পাখির মত ।


আমি বাকরুদ্ধ, উৎক্ষিপ্ত!
জেনে নররূপী পিশাচদের নৃশংস দৌরাত্ম্য ।
আমি দগ্ধ, উদ্ভ্রান্ত!
আমাকে শক্তি দাও প্রভু! যেন ভাঙতে পারি এ অবরোধ,
দাঁড়াতে পারি নিষ্পাপ বিপন্ন মানুষের পাশে।