রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল যে তারা
তার নাকি নিজের আলো নেই
আর যার নিজের আলো আছে,
সকালের রোদ গায়ে পড়তেই বুঝতে পারি
সে ঠিক প্রেমিকার মতো নয়।


একলা দুপুর থেকে গভীর রাত নিরন্তর
শত শত প্রেমিক কাকে যেন খোঁজে
নিস্পাপ নিভৃতে একান্ত গোপনে
শূন্যতা অপরিসীম।


মরিচিকা ছুঁয়ে ফিরে আসা চারটে হাত
বিছানায় খুঁজে নেয় ভালোবাসার অন্য ঠিকানা
পাপবিদ্ধ অথবা আল্ট্রা মডার্ন
সে ঠিকানাও মনে ধরে না।


বহুগামিতা নাকি পরকীয়া
সেটা আইন- সমাজের লড়াই
আমার মতো ছাপোষা প্রেমিকরা
আজও রাস্তার কোনে
তোমার মুচকি হাসিতে আগমনীর সুর শুনি
আর রাতের আঁধারে খুঁজি সেই তারাটা কে
যার নীলচে আলোয় ভিজে পরিপূর্ণ হবো।