বিবর্ণ ঘুড়ির মত গোত্তা কেটে
উড়ছি আকাশহীন মগডালে।
নিঃশব্দ আগুনে পুড়ে খাক
আমার বিধবা বিকেল।


ভ্রমপুত্রের মেয়ে শামুকের মতো
ঢেকে নেও অহংকৃত বেনারসি।
কেন ভুলে যাও, হলুদদুপুরের
বাধ ভাঙ্গা বৃষ্টি হওয়ার গল্প!
কিংবা তোমার কুসুমস্তনে
পুরনো প্রথম চুমুর স্বরলিপি!


০৭-০৫-১৮
রাত ১ঃ০০
পোস্তগোলা, ঢাকা।