শীতলক্ষ্যা! পুইড়া দিও মোরে!!


তোমারে পোড়ানোর ইচ্ছা লইয়া
তোমার দেওয়া জাইঙ্গাটারে পোড়াইতেছি
তোমার বাড়ি আর তোমার বাড়াবাড়ি
দুইটারেই ছাই কয়লা বানাইতেছি


মনে হয় তোমার কইলজা পোড়া গন্ধ
আমার নাকটারে বুড়িগঙ্গা বানাই দিলো
ভিত্রের জমা প্রেমের ঠ্যালায় আগুনে ঝাপাইয়া পড়ি
আমার হাত-পা-দাড়ি-গোফ-চুল-বাল পুইড়া
তোমারে বাঁচাইলাম, তোমার দেয়া জাইঙ্গা বাঁচাইলাম


শীতলক্ষ্যারে কইও, এই শীতে কয়লা পোড়া
আগুন যেন আমারে পুইড়া দিয়া যায়।


২৪-০৮-১৯
সকাল ০৮ঃ০০
বরিশাল