ভেবো না আমায় মহান লেখক
Drubo Raj
-----------

মম মুখে নিত্য , ‘বিলাস’ বাণী,
মম অন্তরে যে দরিদ্রতা তা কেবল আমিই জানি ।
মম মুখে নিত্য , হাসির ঝিলিক ,
মম অন্তরেতে অশ্রু ঝরা অ্যালকোহলের-
বেজায় পিনিক।
মম মুখে নিত্য , জ্ঞানী র বুলি ,
মম অন্তরেতে বোকা বোকা মানুষ বনে আমি চলি ।
মম মুখে নিত্য চিন্তার খরা ,
মম অন্তরেতে উচ্চ-নিম্ন চাপে আমার বড়ই প্যারা।
মম মুখে নিত্য ভদ্র কথা
মম অন্তরেতে অসৎ বাক্য বসত করে সত্যি সদা !
তোমরা ,
"ভেবো না আমায় মহান লেখক কিংবা কবি বৃহৎ,
এই ত আমি নষ্ট-ভ্রষ্ট ক্ষুদ্র , আমি বেজায় অসৎ ।
মম মাঝে নেই তো কোন ভালো মানুষের ছাপ !
রক্তে,ঘামে,বীর্যে মম সর্বত্র ই ত পাপ ।"