বদলে গেছো তুমি
দ্রুবরাজ
-------


ও প্রিয়তমা ,
মিথ্যে ভুল করেছি আমি বা রং বার ,
তুমি হতে শুদ্ধ টা শিখবো বলে ;
আমি ত আমার মতই আছি , যেমনটি ছিলাম তোমার !
ও প্রিয়তমা ,
মিথ্যে ভুল করেছি আমি বা রং বার ,
তুমি হতে শুদ্ধ টা শিখবো বলে ;
তুমি এখন শুষ্ক মরুভূমি ।
তব চরিত্রে হারিয়ে বেদনার বালুচরে ডুবে আছি আমি ।
ভুলের বদনামে শুধু বদলে গেছো তুমি ।
তোমাকে ঘিরে আজ মম যে শূন্যতা ,
কোন্ অপরাধের জন্য তোমার এই শাস্তি আমার প্রতি
তা আমাতে অজানা -


ও প্রিয়তমা ,
মিথ্যে ভুল করেছি আমি বারং বার ,
তুমি হতে শুদ্ধ টা শিখবো বলে ;
অথচ ভুলের বদনামে শুধু বদলে গেছো তুমি ।
ওগো প্রিয়তমা তোমার জন্য মম দুটি আঁখি অপলক দৃষ্টিতে !
গগন মাঝে  চাঁদ কে সাক্ষি রেখে বলেছিলাম-
ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি।
অথচ ভুলের বদনামে শুধু বদলে গেছো তুমি ।