সরষে ক্ষেতের শেষে,
যেখানে দিগন্ত মিশেছে এসে
হঠাৎ একদিন সাঝের বেলায়
তাহার সাথে দেখা ।


    স্বপ্নেও ভাবি নি
তার সাথে আবার দেখা হবে,
আগে তাকে প্রায়ই দেখতাম
বেগুনি পাড়ে হলুদ শাড়িতে ।।


   শেষ কবে দেখেছি -
ঠিক যেন মনে করতে পারি না
তবে একটা সৃতি মনে পড়ে
অধরে তাহার হাসির রেখা ছিল।


    কি যেন ভাবছিলাম -
কিছু বলব বলব করে বলা হল না
জানার ইচ্ছে ছিল তাহার কাছে
রহস্যময় ঐ হাসির আড়ালে
কোন কথা কি লুকিয়ে রেখেছ?


    সাহস হল না।।


আজ তার পড়নে লাল শাড়ি
সারা গায়ে মেহেদির লাল ছোপ
আনত মুখে মাথায় শাড়ির আঁচল
হাঁসি নেই এতটুকু, বরং
পলাতক হরিণীর মত ভীত সন্ত্রস্ত ।


   ভাবলাম একটা প্রশ্ন করি
কোথা থেকে শুরু করব
ঠিক বুঝে উঠতে পারছি না
কি জানি, যদি দূরে চলে যায়।


সম্ভিত ফিরে পেলাম তার ডাকে
    শুনুন,
এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম
কিছু বলবেন কি?


   সোজা একটা উত্তর দিল -
বলার তো অনেকই ছিল
সময় বড়ই নিষ্ঠুর তাই
কিছু না বলেই চলে যেতে হবে।।


   চমকে উঠলাম ,
কিছু বলার চেষ্টা করলাম বটে
হাত তুলে ইশারা দিয়ে বলল
থাক, আজ আর কেন?


   -তারপর
ধীর পায়ে আবার চলে গেল
যেখানে সরষে ক্ষেতের শেষে
দিগন্ত জোড়া মাঠের প্রানান্তে
আকাশ মাটিতে মিশে।।
                            (১৩.০৩.২০১৩)