বাজিয়াছে আজ আগামনী গান
খুলিয়া গিয়াছে দক্ষিন দুয়ার
আসিয়াছে ফাগুন ধরায়
হিয়ায় বহিয়তেছে খুশির বান।।।


নানা ফুল ফুটিয়াছে গাছে গাছে
গাহিতেছে কোকিল ডালে ডালে
বাজিয়াছে ঢোল চারিদিক
নাচিতেছে মন তালে তালে।।।


বসেছে মালিরা সাজিয়ে ফুলের ডালি
পড়িযা খোঁপায় চাঁপা কিংবা বেলি
রাস্তা জুড়ে শিশু,কিশোর,নারী
কিংবা কিশোরীর আনন্দেরই রেলী।।।


হাত ধরে আজ প্রেমিক-প্রেমিকারা
আনন্দে সব  বাঁধন বিচার হারা
ছুটিয়া চলা আনন্দেরই ভীরে
সকল জুটির নেই যে কোন মানা।।।


শিমুল,পলাশ কিংবা কৃষ্ঞচুড়ায়
চোখ নয় শুধু মন যে সবার জুড়ায়
শীতের শেষে মাঘের দেশে তাই
আজ যে শুধু বাঁজছে মাদল
কোথাও কোন বিস্বাদ নাই।।।