তোমার একটা নাম দেবো আমি
দুঃখ।
যারা আসে তারা যায়
কই তুমি ত গেলে না, এলেও না
শুধু মিশে গেলে মজ্জায়।

তোমাকে লুকাবো না
আজ আর গোপনীয়তায় বাঁচি না
তোমাকে তিরস্কার করা আমার কম্ম নয়,
তবুও কিছু কথা আছে বাকি
তুমি ত দুঃখ দাও,

তুমি কি জানো না?

মানুষ দুঃখ করলে দুঃখের দুঃখ হয়।