কোনো ছেলে তার মাকে
                বেশ্যা বলতে পারে না
রাগ হয়

যদিও সে জানে
এতো সমর্পন
এতো কাদা

কাকে দোষ দেবে,
কার জন্য এ সমর্পন---

তবুও সে মা ডাকে।