সারারাত জেগে রইলাম
সারারাত -
শুধু নিশ্বাস আর প্রশ্বাসের বিশ্বযুদ্ধ
তবুও
       দুকলম কবিতা হলো না

তোমরা মঞ্চ ছেড়ে উঠে গেলে

সময় গড়ালো
উঠোনে আমার থেকে একে একে সরে যাচ্ছে
মদ, রুটি, তুলসী, হরিধ্বনি

আ! মানুষ
মৃত্যু বোঝো
কবিতা বোঝো না --