উত্তরা এসেছো?
এসো এসো।
তোমাকে কোথায় বসতে দিই
বলোতো --
একটাই ঘর

কি হলো -- এখনও দাড়িয়ে আছো?
তুমি বড় অবুঝ
কোপনস্বভাবি
বোঝো না ছাই

মাঝে মাঝে সমুদ্রের গভীরে গেলে
জল নয় আগুনই পাবে

এই ঘরে আমি ভীষন একা
তুমিই শুধু পর