ভাবলাম কাল থেকে আর নয়
আজকেই শেষ
কাল এলো -- শীত ভীষন।

মা কিনে দিলো হনু টুপি
হনু কলা খায়
আমি হনু টুপি পড়ে বাজারে যাই
কলার দিকে তাকাই
খাই না।

বাড়ি ফিরি
' শরাব পিনে মে ' ব্যাস্ত থাকি
মাঝে মাঝে আমি বাজারে যাই
কলার দরদাম করি

আমি মানুষ না হয়ে
কেন নেতা হয়নি?

আসলে
টুপিটা একই থাকে
শুধু মাথা বদলে যায়।