বিশ্ব যখন বিশ্বায়নে উল্লাসিত
দেশ যখন অগ্রগতির পথে ধাবিত
সমাজ যখন নিজেকে নিয়ে চিন্তিত
তখন তোমরা আসো,
বিশ্বের কোণে, দেশের বুকে ছড়িয়ে থাকা
ফুটন্ত গোলাপের কাছে।
দর্শন করতে নয় ধর্ষন করতে!
আসো, একটি তারার কাছে
যে মিটমিট করে আলো ছড়াবে বলে স্বপ্ন দেখছে।
স্বপ্ন গড়তে নয় ভাঙতে!
আসো, একটি পাখির কাছে
যে সমাজকে গান শোনাবে বলে সুর খুঁজছে।
সুর মেলাতে নয় গলা টিপতে!


আমার কাছে আসো,
আমি একজন মেয়ে
একজন নারী
একজন মা।
আমি স্বপ্ন দেখি।
আসো, আমাকে ধর্ষন করো!
বিশ্বের বোবা, বয়রা দেখুক সে দৃশ্য
অন্ধরা শুনুক আমার চিৎকার
হাস্যকর হাসুক
ভাবুকরা ভেবে যাক
রিপোর্টার রিপোর্ট করুক
কবি কবিতা লিখুক।
এদিকে তোমরা ধর্ষণ করো!


আসো, আমাকে ধর্ষণ করো!
সমাজের ধিক্কারে বিচারের চক্করে
মরুক আমার বাবা, আমার মা, বোন, ভাই
ধ্বংস হোক আমার বংশ,কমুক দেশের জনসংখ্যা!
হ্যা, তোমরা আসো
ফুটন্ত গোলাপ, আলোকিত তারা, সুরলা পাখি
সব ধ্বংস করো!
সমাজ চিন্তা করুক
দেশের অগ্রগতি হোক
বিশ্ব বিশ্বায়নে মাতুক!


...