ইনসাফ নয় শুধু জবানের ভাষা
ইনসাফ হতে হবে অন্তরে খাসা।
ন্যায়নীতি ইনসাফ মুখে যত বলি
অন্তরে তাই মেনে ততটা কি চলি!
ইনসাফ ছুঁয়ে যাক সকলের দিল্
তবেই তো বন্ধনে শান্তির মিল।