কবিতা! তুমি অতি-মানবীয়;
তোমার মাঝে খুঁজে পাই-
মিত্র-অমিত্রের ছন্দ,
রাগ-অনুরাগের দ্বন্দ্ব,
মিলন-বিরহের প্রসঙ্গ,
খর-মৃদুর গতিময় তরঙ্গ,
নিবিড় ভাব-প্রকাশের অনাবিল-আনন্দ,
সীমার মাঝে প্রকাশ অনন্ত,
স্বমহিমায় তুমি অনন্য,
হিত সাধনই তোমার লক্ষ্য;
তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য।