আজ বাথরুমে একঝোস্ট ফ্যান চালিয়ে,
কলের জল বালতিতে পরতে দিয়ে,
স্নানের জন্য তৈরি হচ্ছি।
এমন সময় স্ত্রী এসে কিছু বলতে নিয়েছে।
ভেতরের শব্দে কথা কিছু বোঝা যাচ্ছিল না।
আমি কল বন্ধ করে একঝোস্টটা বন্ধ করি।
তারপর স্ত্রীর কথা শুনে যেই একঝোস্টটা চালাতে যাবো,
তখনই বাইরে থাকা নিম গাছ থেকে
কিছু পাখির কিচিরমিচির শুনতে পাই।
ঐ দিকে মনোযোগ দিয়ে একটু সময় থাকতেই
যখন পাখিদের কিচিরমিচির বন্ধ হলো,
তখন শোনা গেল
আরও সরু, মিহি গলার ক্ষীন আওয়াজ।
সাথে সাথে মানস-পটে ভেসে উঠল
পাখির নীড়ে থাকা পক্ষী-ছানার চিত্র
আর তাদের ক্ষুধার্ত ও ভয়ার্ত প্রানের করুণ আর্তস্বর।