ঐ দেখ সজনে গাছে কাচা পাকা পাতা
তারি মাঝে ফুটছে ঐ সজনে ফুল সাদা।
বসে আছি কান পেতে শুনতে কু-কুহু ডাক
তখন বুঝবো ঠিক ঠিক এ যে বসন্ত কাল।
বাগানে বাগানে ফুটবে কত রকমারি ফুল
ভীড় করে আসবে যত ভ্রমর-ভ্রমরী কুল।
গাছে গাছে, প্রাণে প্রাণে ফুটবে নূতন মুকুল
ধীরে ধীরে তারাই ধরবে এই সুন্দর কুল।
স্রষ্টা সুন্দর, সৃষ্টি সুন্দর, সুন্দর সকল কাল
তারি মাঝে যৌবন সম শ্রেষ্ঠ বসন্ত কাল।