ফাগুন এলোরে ঐ দমকা হাওয়ায়
গাছে গাছে কুঁড়ি পাতা উঁকি মেরে চায়।
বুড়ো পাতা ঝ'ড়ে পড়ে ফাগুন দোলায়
ফাগুন -আগুনে দেখ মুকুল বেড়ায়।


কুহু কুহু ডাকে কোয়েল, নানা পাখি নানা ডাকে
কোন আবেগে পশুকুলও আসে কাছে পরস্পরে।
অনুরাগের নানা রঙের আবীর দিয়ে আগুন ছড়ায়
নতুনেরে করে আহ্বান, নতুন যুগের মোকাবেলায়।