মাঝে মাঝে কুহুকুহু ডাকছে কোকিল ঐ শোন
শুকনো পাতা উড়ে বেড়ায় দমকা হাওয়ায় ঐ দেখ।
গাছে গাছে প্রতি শাখায় নূতন পাতা, মুকুল শোভে
কান পেতে শুনে দেখ বসন্ত-রাগ চলছে ব’য়ে।
মধু লোভে মধু-মক্ষিকা গুন-গুনিয়ে গান তোলে
কুঞ্জে কুঞ্জে ফুল-বাগানে ভ্রমর-ভ্রমরা ভিড় করে।
যৌবন-উছল বসন্ত-রাগ এমন এক ধূন তোলে
কান্তা-প্রেমকে নিবিড় ক’রে সৃষ্টি-ধারা ধরে রাখে।