বট কহে পাখিটিরে খুবতো ফল খাও
বিনিময়ে মোর তরে কিবা তুমি দাও।
পাখী কহে, সবার মত, আমিওতো খাই
বিনিময়ে কিবা দিই তা'তো জানা নাই।
হেনকালে আকাশ কহে, বটবৃক্ষ ভাই
তুমিও তো লাগাতার জল শুষে নাও
বিনিময়ে ভূমিকে তুমি কত জল দাও?
এমন ভাবনাতে ভাই সমাধান নাই।
পাখিরা সব ফল খেয়ে করলে মলত্যাগ
সেইখানেতে জন্ম লয় তোমার চারাগাছ।
তাহাছাড়া সহস্র-সহস্র বীজ ভূমে প’ড়ে রয়
সেথা হ’তে একটিও চারা বুঝি হয়?
বুঝে দেখ পাখীরা সবে আনন্দে ফল খেয়ে
কিভাবে তোমাদের বংশ বিস্তার করে।
সৃষ্টিকর্তা গ’ড়েছেন সবে পরস্পরের প্রয়োজনে
দাও সবে, চেয়ো না, জীবন অবাধ হবে।
শোষণ-পোষণ দুই-ই আছে বিধাতার রাজ্যে
দেওয়া যদি সহজ হয়, পাওয়া অবশ্যই আছে।