বিকিরণ


অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত সৃষ্টি,
সকলের সাথে মোদের সহ-অবস্থান।
এই সহাবস্থানের বুঝি একটিই শর্ত –
“দেবে আর নেবে, মিলাবে মিলিবে”;
মানুষ ছাড়া প্রকৃতির সকলেই বুঝি
দেওয়ায় স্বতঃ; আর মানুষের মাঝে
কেউ কেউ দেওয়ায় স্বতঃ, আবার কেউ কেউ
নেওয়ায় স্বতঃ দেওয়ায় কম, আবার এমনও আছে
তারা নেওয়াতে ব্যস্ত।
দেখা যায়- যত দেওয়া, তত ভাস্বর, তত প্রতিষ্ঠা।
শীতের ঘাসের ডগায় থাকা ছোট্ট শিশির কণা
সূর্যের রশ্মিকে বিকীর্ণ করে
নিজেকে হীরের মত আকর্ষণীয় করে রাখে।
আমাদের আশু কর্তব্য – এক জীবন্ত অখণ্ড ব্যক্তিত্বকে
জীবনে গ্রহণ করে, অনুশীলনের মাধ্যমে
নিজেদের চলন-চরিত্রকে বিন্যাসিত করে
ঈশ্বরীয় গুণকে বিকীর্ণ করা,
নিজেকে সমৃদ্ধ করে তোলা।