কাজের মাঝে ‘ধরা-ছাড়া’র আছে অনেক গুরুত্ব
ধরার পরে ছাড়লে কাজ, থাকে অনেক মহত্ব।
ঠাকুর রামকৃষ্ণ তাইতো বলেন জোঁক-চলনের গল্প
জোঁক-চলনে আগে ধরা, ছাড়া হবে গৌণ।
কর্ম-নিষ্ঠা ক্রমেই করে প্রতিষ্ঠানকে লাভবান
হয় প্রমোশন, অন্য সংস্থাও নিতে হবে যত্নবান।
ছেড়ে দিয়ে ধরার চেষ্টায়, হ’তে হয় প্রশ্নের সম্মুখীন
নিজের কষ্ট, সকলের কষ্ট- মানসিক যাতনায় হয় সঙ্গিন।
এমন অবস্থা নয়কো প্রথম, সকল জীবনেই বর্তমান
‘ধরা-ছাড়া’র এমন খেলায় – কেউবা বঞ্চিত, কেউবা কর্মপ্রাণ।