যখন তোমায় মাথায় নিয়ে থাকি,
সবাই তখন আমার সাথে থাকে,
সংসারের মোহে, তোমায় যত বিস্মৃত হই
ধীরে ধীরে আপন যারা, সকলেই যায় সরে।
তুমি ছাড়া, আমি হয়ে যাই একা
তোমার শত্রু যারা, তারা করে গ্রাস
মরিচীকার মোহে টেনে নেয় তারা
এক সময় বিভীষিকা দেখি চারিধার।
***
একদা নালন্দা বিহার গিয়েছিনু দর্শনে
নিয়েছিনু গাইড, বন্ধুবরের অনুরোধে
তার বিবরণে সকলি হয়ে উঠে জীবন্ত,
গাইড ছাড়া গিয়েছিল যারা তারা কেবলই পরিশ্রান্ত।
বন্ধুবর বলে, আসিয়াছি কত অর্থ বিনিময়ে
বিনা গাইড কিবা বুঝিবো, কিবা করিবো দর্শন
সামান্য অর্থের বিনিময়ে গাইড বিনা
নিরর্থক আসা যাওয়া, ব্যর্থ ভ্রমন।