হাসি মুখই দেখতে ভালো
হয় সকলে খুশি
হাসিই হাসি  আনে টেনে
সবার মুখে হাসি।


শিশুর হাসি নির্মল অতি
দেখে সকলে খুশি হয়
শিশুর কান্না দেখলে পরে
হাসি ফোটাতে ব্যস্ত হয়।


নির্ভরতায় নির্ভয় যখন
দুঃখ পায় না স্থান তখন
আনন্দের দোলায় মুখে হাসি
মনটি থাকে সদা নির্মল।


হাসি অতি দুর্লভ সম্পদ
রোগ-শোকে কমই বিভোর
শিশুর হাসি, দেবতার হাসি
নিমিষে ঘোচায় যত শোক।


তুমিও হাসো, আমিও হাসি
হাসুক সকলে প্রাণ ভ'রে
দুঃখ জ্বালা সব দূরে যাক
থাকুক আনন্দ প্রতি ঘড়ে।