টাকা-পয়সা, আমার তোমার
এমন ভাবাই গোলমাল-
বিষয়-সম্পত্তি সব মালিকের
এটাই যেন পরিষ্কার।
টাকা নিলেই দিতে হবে
পুঙ্খানুপুঙ্খ তার হিসাব
হিসাব দিলেই মুক্ত আমি
নয়তো নিশ্চিত অক্টোপাস।
আমি-তুমি পরস্পর
হইনা কেন যতই আপন
হিসাব যত স্বচ্ছ-সরল
নিটোল তত মেলবন্ধন।
মেলবন্ধন-ই স্বর্গীয় সুখ
সাগর মন্থনের অমৃত-
সেই করে আকন্ঠ পান
নেওয়া-দেওয়ায় যে স্বতঃ।