ঈশ্বর কিনা সৃষ্টি কর্তা, কিন্তু যায় না তারে দেখা
তিনি কিনা গুণ স্বরূপ, জ্ঞান স্বরূপ- যায় না যাহা দেখা।
সেই গুণে গুণান্বিত, সেই জ্ঞানে জ্ঞানী,
এমনতর সহজ মানুষ, সবের ব্যথায় ব্যথী,
আঘাত-অপমান সহ্য করেও সবের হিতে ব্রতী,
যুগ-গুরু, ঈশ্বর-সত্তা, প্রফেট-পয়গম্বর তিনি।
তাঁর সেবা, আরাধনা, স্তুতি- বন্দনা
জাগায় ক্রমে সুপ্তিতে থাকা ঈশ্বরীয় চেতনা।
তাঁর সঙ্গ, আদেশ-নির্দেশ-ইঙ্গিত-বাহী চলন
ক্রমেই করে অনুরাগী, হয় ব্যক্তিত্বের গড়ন।
সুঠাম ব্যক্তিত্ব অর্জন করাই ধর্মের মূল লক্ষ্য
যার প্রভাবে পোষিত হয় আর সকল অন্যান্য।
সকল ধর্ম-মতের এইতো নিদান, করতে সমাধান
এ ছাড়া আর কি উপায়, সাক্ষ্য দেবে ইতিহাস।