পিতৃপুরুষ মোদের রেখে
করেছেন স্বর্গে আরোহণ
মোরা কি কভু খুঁজে তাদের
করতে পারি অবলোকন?
ঈশ্বর পুরুষ সৃজন কর্তা
করেছেন সৃষ্টি কোন অজানকালে
মরণ-পণ ক’রে খুঁজলে তাঁকে
কখনো কি পারি পেতে?
পিতৃপুরুষের ধারা যেমন
বইছে মোদের মাঝে
ঈশ্বর তাঁর নানান ধারায়
রয় না কি সৃষ্টি মাঝে?
শুনেছি পিতৃপুরুষ খুশী হন
মোদের অমৃত চলনে
পরস্পর পরস্পরে অনুসেবী
জীবনের উদ্বর্দ্ধনে।
তবে কেন করি তাঁর অন্বেষণ
নষ্ট করে সময়, সম্পদ, শ্রম-
তাঁর সৃষ্টিরে রক্ষা ক’রে
কেন করি না তাঁর সম্ভাষণ।
তাঁর সৃষ্টিতে তিনি রেখেছেন
তাঁর সকল ভাব
সেবা দিয়ে তাদের পেতে হবে
তাঁর মহিমা অপার।
তাই ঈশ্বর দর্শন নয়
প্রয়োজন তাঁকে আপ্তিকরন
যার পরশে লভিবে সকলে
ঈশ্বরের বাস্তব দর্শন!